সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস আজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১৯৭৩ সালের এই দিনে ভিয়েতনামে মার্কিন বাহিনীর নৃশংস বোমা হামলা বন্ধের দাবিতে ঢাকায় ছাত্র ইউনিয়ন ও ডাকসুর যৌথ উদ্যোগে আয়োজিত মিছিলে পুলিশ গুলি চালায়। এতে ছাত্র ইউনিয়নের দুই নেতা মীর্জা কাদেরুল ইসলাম ও মতিউল ইসলাম মারা যান। আহত হন ছাত্র ইউনিয়নের অনেক নেতাকর্মী।

বিজ্ঞাপন

এরপর থকেই বিভিন্ন দল ও সংগঠন সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস’ পালন করে। এরই প্রেক্ষিতে বুধবার (১ জানুয়ারি) সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস’ পালন করবে দলগুলো।

স্বাধীন বাংলাদেশে প্রথম ছাত্র হত্যার প্রতিবাদে পরদিন ফুঁসে ওঠে সারাদেশ। বিক্ষোভের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। ওইদিন ঢাকার সর্বত্র স্বতঃস্ফূর্ত হরতাল পালন করা হয়। এরপর থেকে ১ জানুয়ারি ‘সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

বিজ্ঞাপন

দিবসটি পালনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিভিন্ন বামপন্থি দল ও প্রগতিশীল সংগঠনগুলো নানা কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে– আজ সকাল সাড়ে ৮টায় জাতীয় প্রেস ক্লাবসংলগ্ন কদম ফোয়ারা মোড়ে সাম্রাজ্যবাদবিরোধী সংহতি স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।