কিশোরগঞ্জে বইছে হিমেল বাতাস, শীতে জবুথবু জনজীবন
কিশোরগঞ্জ জেলায় বইছে হিমেল বাতাস বইছে। সকাল থেকেই সূর্যের দেখা নেই। এতে শীতের তীব্রতা বেড়েছে।
জেলার আবহাওয়া অফিস জানিয়েছে, আজ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস হলেও হিমেল বাতাস বইছে। এতে শীতের তীব্রতা বেড়েছে। আগামী সপ্তাহ পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে শীতের মধ্যে খেটে খাওয়া মানুষ পড়েছে চরম বিপাকে। সরেজমিনে দেখা যায়, আগুন জ্বালিয়ে মানুষ শীত নিবারনের চেষ্টা করছেন। তীব্র শীতের সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস বইছে। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগী। শীতবস্ত্রের অভাবে অসহায় দরিদ্র মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে।
পথচারী সবুজ আহমেদ বলেন, ঠান্ডা বেড়েছে আজ। বাতাসে শরীর জমে যাচ্ছে। সূর্য না উঠায় শীত আরও বেশি লাগছে।
কিশোরগঞ্জের নিকলী আবহাওয়া অফিসের অবজারভার মো. শিপন বার্তা২৪. কম'কে বলেন, জেলার তাপমাত্রা আজ ১৬ ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। আজ কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে। আগামী একসপ্তাহ পর্যন্ত এ পরিস্থিতি থাকতে পারে।