জামালপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে আহত ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

জামালপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে আহত ৩

জামালপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে আহত ৩

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের সঙ্গে ধাক্কায় সারবোঝাই ট্রাক উল্টে দুমড়ে-মুচড়ে দুই ভাগ হয়েছে। এতে ট্রেন চালকসহ কমপক্ষে তিনজন আহত হয়েছেন৷

বুধবার (৮ জানুয়ারি) ভোরে সরিষাবাড়ির তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এ ঘটনা ঘটে৷

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, তারাকান্দি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনটির সঙ্গে ভোর ৫টার দিকে তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে সারবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পরে ট্রেনটি প্রায় ২০০ মিটার দূরে ট্রাকটিকে টেনে নিয়ে যায়। এতে ট্রাক দুই টুকরো হয়ে পাশের খাদে পড়ে যায়। আর ট্রেনের সামনে চালকের অংশ ভেঙে যায়৷ এ ঘটনায় ট্রাক ও ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছেন৷

জামালপুর থানা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানিয়েছেন, ট্রাকটিকে সরিয়ে জামালপুর-তারাকান্দি রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন