তিন ঘণ্টা পর হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে যান চলাচল শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে যানবাহন চলাচল শুরু

হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে যানবাহন চলাচল শুরু

নিরাপদ সড়কের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের মনতলা বাজারে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া সড়ক অবরোধ ১২টা ৪৫ মিনিটে শেষ হয়। এখন সড়ক সংস্করের পর স্পিড ব্রেকার না থাকায় গেল ১ সপ্তাহে ৫ টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মসজিদের ইমামসহ ২ জন মারা যায়। আহত হয় আরও ৪ জন।

বিজ্ঞাপন

সড়ক অবরোধে আসা মেহেদী হাসান জানান, সড়কটি সংস্কারের পর থেকে দুর্ঘটনা বেড়েছে। মনতলা বাজারের পাশেই চারিয়াপাড়া মসজিদের ইমামসহ দুজন মারা গেছেন।

মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন ও মোতাহের হোসেন জানান, এখানে দুইটি স্পিড ব্রেকার ছিল কিন্তু সড়ক সংস্কারের পর তা না থাকায় এ দুর্ঘটনা ঘটছে। স্পিড ব্রেকারের জন্য জেলা সড়ক বিভাগ, ইউএনও ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেও সুরাহা পায়নি। অতি দ্রুত এখানে স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে।

বিজ্ঞাপন

তিন ঘণ্টা অবরোধের পর জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থী ও স্থানীয়রা।