সাতক্ষীরা ভোমরা সীমান্তে বিএসএফ’র ৪ রাউন্ড ফাঁকা গুলি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা সীমান্তের ঘোজাডাঙ্গা শিবতলা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফাঁকা গুলি ছুড়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

ঘটনাটি সম্পর্কে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মাসুদ রানা বলেন, ‘আমরা গুলির শব্দ শুনেছি। তবে রাতের আঁধারে সন্দেহজনক পরিস্থিতিতে মাঝেমধ্যেই বিএসএফ এ ধরনের ফাঁকা গুলি চালায়। এতে সীমান্ত পরিস্থিতিতে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।’

অপরদিকে স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান জানান, ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। তিনি জানান, ঘটনাটি সীমান্তের ভারতীয় অংশে ঘটে।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (১১ জানুয়ারি) ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকায় বিএসএফ বাংলাদেশি কৃষক নজরুল ইসলামের জমিতে ধান রোপণে বাধা দেয়।

নজরুল ইসলাম বলেন, ‘আমি গত ৩০ বছর ধরে ওই জমি চাষাবাদ করে আসছি। কিন্তু বিএসএফ জমি নিয়ে বিরোধ তোলায় এবার ধান রোপণ করতে পারিনি।’

এ ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, উভয় দেশের সার্ভে বিভাগ আগামী ২০ জানুয়ারি জমিটির সীমানা নির্ধারণ করবে এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সীমান্তের সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।

সীমান্তে এ ধরনের ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে কিছুটা উদ্বেগ থাকলেও বিজিবির কার্যক্রমে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।