নাফ নদের মোহনায় আইস, ইয়াবা ও গাঁজাসহ আটক ৬

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

কক্সবাজারের টেকনাফে নৌকাযোগে মাদক পাচারের সময় ৬ জনকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় পরিবহন কাজে ব্যবহৃত নৌকাসহ বিভিন্ন মাদক জব্দ করা হয়েছে। 

বুধবার (১৫ জানুয়ারি) নৌপথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানানো হয় বিজিবি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- মো. ফয়সাল (২০), মো. আরমান (২০), জসিম উদ্দিন (২১), মো. বুখার উদ্দীন (৩০), মো. শফিক উদ্দিন (২০) এবং মো. কামাল হোসেন (৫৫)।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাফ নদীর মোহনা হয়ে সাগর পথে চোরাচালান, মানব পাচার, অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। সেই প্রেক্ষিতে বেশ কিছুদিন ধরে চোরাচালান প্রতিরোধ তৎপরতা এবং বিশেষ নজরদারি বাড়ানো হয়।

বিজ্ঞাপন

বুধবারের অভিযানেও মাদক পাচারের সময় জড়িত এ ৬জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা ও গাঁজা পাওয়া গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা টাকার বিনিময়ে বিভিন্ন সময়ে মায়ানমার নাগরিক, মাদকদ্রব্য এবং বাংলাদেশি পণ্য সামগ্রী চোরাচালান ও মাদক পাচারের সাথে যুক্ত রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

জব্দকৃত মাদকদ্রব্য এবং আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া চলছে।