রাজধানীতে ছিনতাইকারী চক্রের ১৪ সদস্য আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

র‌্যাবের অভিযানে আটক ছিনতাইকারী চক্রের ৬ সদস্য/ ছবি: সংগৃহীত

র‌্যাবের অভিযানে আটক ছিনতাইকারী চক্রের ৬ সদস্য/ ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে পৃথক অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২।

মঙ্গলবার (৩০ জুলাই) বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব সদর দফতরের সিনিয়র এএসপি মিজানুর রহমান।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/30/1564502817628.gif

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা এলাকার শ্যামলী শিশু পার্কের ভেতরের পশ্চিম-দক্ষিণের ফাঁকা জায়গা থেকে ছয় জন ও মোহাম্মদপুর বেরিবাঁধ বুদ্ধিজীবী রোডের পাকা রাস্তা থেকে আট জন ছিনতাইকারীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছে। ঈদকে সামনে রেখে তাদের সক্রিয়তা আরও বৃদ্ধি করেছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/30/1564502899564.gif

এ ঘটনায় আটককৃতরা হলেন- জুম্মন, বেলাল, রুবেল, শওকত, রিয়াজুল, নুর জামান, ইমন, হোসেন, দুলাল হোসেন, মোবারক, উজ্জ্বল, উজ্জল খান, মহসিন, মহরম আলী।

আটকের সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, চারটি চাকু, তিনটি ডেগার, ৯টি মোবাইল ফোন সেট উদ্ধার করে র‌্যাব।