অসাধু বন্ড ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বিজিএমইএ



মাহফুজুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
ছবি: সংগৃৃহীত

ছবি: সংগৃৃহীত

  • Font increase
  • Font Decrease

বন্ডেড লাইসেন্সের অপব্যবহার করে খোলা বাজারে পণ্য বিক্রি হচ্ছে। হাতে নাতে ধরার পর অপরাধ স্বীকারও করেছে। এমন অসাধু ব্যবসায়ীদের কারণে দেশে ও বহির্বিশ্বে সমগ্র বন্ডেড ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

কিন্তু তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না। বরং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যাতে জরিমানা কিংবা বন্ড লাইসেন্স বাতিল করতে না পারে সে জন্য বোর্ডের সংশ্লিষ্ট বিভাগকে চাপ দেওয়া হচ্ছে।

তারপরও এনবিআর ৬৬টি প্রতিষ্ঠানকে কর ফাঁকির অভিযোগে ৩২৪ কোটি ৭৩ লাখ ৪১ হাজার ৭২০ টাকা জরিমানা করেছে। এনবিআরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, ঢাকা ও চট্টগ্রাম কাস্টম বন্ড কমিশনারেট এবং ঢাকা ও চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ মিলে প্রতিষ্ঠানগুলোর বন্ডেড অপব্যবহারের প্রমাণ পেয়েছে।

পোশাক শিল্প রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর বিপরীতে বন্ড সুবিধা অপব্যবহারের মাধ্যমে রাজস্ব ফাঁকির অভিযোগ প্রমাণিত হওয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য বিজিএমইএ-কে গত ১৯ আগস্ট চিঠি দিয়েছে কাস্টমস বন্ড কমিশনারেট।

এতে বলা হয়, বন্ড লাইসেন্সপ্রাপ্ত পোশাক রফতানিকারক শিল্প প্রতিষ্ঠানগুলোর বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামালের ব্যবহার সঠিক নিশ্চিতকল্পে প্রতিরোধমূলক কর্মকাণ্ডে বিজিএমইএ’র সহযোগিতা কামনা করছি। এর প্রেক্ষিতে বিজিএমইএ কেবল প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন কার কি অবস্থা।

অবৈধভাবে বন্ডের ব্যবহারের দায়ে সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে গাজীপুরের তুরাগের মাসটেক্স ইন্ডাস্ট্রিজকে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর প্রতিষ্ঠানটিকে ১২০ কোটি টাকা জরিমানা করেছে। মাসটেক্স অনৈতিক ব্যবসার কথা স্বীকার করে এনবিআরকে টাকাও পরিশোধ করেছে। একইভাবে আইম্যান টেক্সটাইলকে ৮৫ কোটি ১২ লাখ টাকা জরিমানা করেছে। প্রতিষ্ঠানটিও দোষ স্বীকার করে টাকা পরিশোধ করছে। 

এভাবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের টিম, পূর্ব রামপুরার আশিয়ানা গার্মেন্টস লিমিটেডকে ৩৭ কোটি ৪৬ লাখ টাকা, টঙ্গীর কেপরি এ্যাপারেলস লিমিটেডকে ৪ কোটি ৬০ লাখ টাকা, খিলক্ষেত নামাপাড়ার নাফ ফ্যাশন লিমিটেডকে ৫ কোটি ৯৬ লাখ টাকা, নারায়ণগঞ্জের ফতুল্লা রামারবাগের মিশুয়ার হোসিয়ারী মিলসকে ১৭ কোটি ১২ লাখ টাকা, চট্টগ্রামের চট্টশরী রোড, গাজী শাহ লেনের এ্যাপারেলস অপসনকে ৬৮ লাখ টাকা, চট্টগ্রামের লালপাড়ার ফ্যাশন ক্রিয়েট লিমিটেডকে এক কোটি ৪৬ লাখ টাকা, চট্টগ্রামের কালুরঘাটের ডিকে এ্যাপারেলস লিমিটেডকে ২ কোটি ৫৭ লাখ টাকা, ক্যাসিওপিয়া সোয়েটারসকে ৮ লাখ টাকা এবং জেএবি লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে। প্রতিষ্ঠানগুলো সব মিলিয়ে ২৭৮ কোটি ৮২ লাখ টাকা জরিমানার টাকাও পরিশোধ করেছে।

চট্টগ্রাম কাস্টম হাউস: গাজীপুরের পূর্ববাগবাড়ীর এম এইচ এ্যাপারেলস লিমিটেডকে ৩৫ লাখ টাকা, গাজীপুরের কোনাবাড়ির এআরএইচ নীট কম্পোজিট লিমিটেডকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একইভাবে টঙ্গীর ক্রস লাইন নীট ফেব্রিক্স লিমিটেডকে ৮ লাখ, আশুলিয়ার ডিজাইনার ফ্যাশনকে এক লাখ ৫০ হাজার, চট্টগ্রামের সরাইপাড়া গার্মেন্টস হোম (প্রা:) লিমিটেডকে দেড় লাখ, রাজধানীর মগবাজারের গ্রীন ওয়ার্ল্ড ফ্যাশনস লিমিটেডকে ১০ লাখ ৫০ হাজার, টঙ্গীর ভাদামের নিট বাজার (প্রা.) লিমিটেডকে ৫০ হাজার, গাজীপুরের ডেগেরচালার মেসার্স লেলফ ইনভেটিভ লিমিটেডকে ২ লাখ, গাজীপুরের মেসার্স স্প্যারো এ্যাপারেলকে ২ লাখ, চট্টগ্রামের পাহাড়তলীর মেসার্স সুফী অ্যাপারেল লিমিটেডকে ৭৫ লাখ, ময়মনসিংহের ভালুকার মেসার্স সুপ্তি সোয়েটার লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো তাদের অপরাধ স্বীকার করে জরিমানা পরিশোধ করে মালামাল খালাস করে নিয়েছে। 

ঢাকা কাস্টম হাউস: মেরিনা এ্যাপারেলস লিমিটেড ও টিএন্ডজেড এ্যাপারেলসকে ২৫ হাজার করে ৫০ হাজার এবং ওসিস ফ্যাশন লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। প্রতিষ্ঠানগুলো জরিমানার টাকা পরিশোধ করে মালামাল খালাস করে নিয়েছে।

কাস্টম বন্ড কমিশনারেট ঢাকা, ১৬টি প্রতিষ্ঠানকে ৩ কোটি ৫৩ লাখ ১৬ হাজার ৩৭৬ টাকা জরিমানা করেছে।

এগুলো হচ্ছে-রাজধানীর দক্ষিণখানের নীপা নীট ওয়্যারস, সাভারের মেসার্স রেজা ফ্যাশন লিমিটেড, মোহাম্মদপুরের মেসার্স সেলিব্রেটি এক্সপোর্ট গার্মেন্টস ও মেসার্স সেলিব্রেটি এক্সপোর্ট গার্মেন্টস লিমিটেড, কচুক্ষেতের মেসার্স সিনটেক্স টেক্সটাইল, এস এ্যাপারেলস লিমিটেড, মিরপুরের মেসার্স কার্ডিয়াল ডিজাইন লিমিটেড, গাজীপুরের কুনিয়ার মেসার্স ট্রাউজার ওয়ার্ল্ড লিমিটেড, কাশিমপুরের মেসার্স ইউটা নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

এছাড়াও রয়েছে বটম গ্যালারী, মেসার্স আল ইসলাম টেক্সটাইল লিমিটেড, মেসার্স করতোয়া এ্যাপারেলস, মেসার্স কায়সার সানকো জেবিটেক্স, টিএনজেড এ্যাপারেলস, এপেক্স ল্যানজারিং, জেনোসিস ফ্যাশনস এবং লেভেন্ডার গার্মেন্টস লিমিটেড।

এর মধ্যে মেসার্স কার্ডিয়াল ডিজাইন ও মেসার্স সিনটেক্স টেক্সটাইল লিমিটেডের বন্ডেড অপব্যবহার খুঁজে পেয়েছে অডিট কমিটি। আর বাকি ১৪ প্রতিষ্ঠানের বন্ডেড অপব্যবহারের প্রমাণ পেয়েছেন প্রিভেন্টিভ কার্যক্রম টিম। তাদের কাছে প্রতিষ্ঠানগুলো অপরাধ স্বীকার করে জরিমানার টাকা পরিশোধ করেছে।

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট ১৭টি প্রতিষ্ঠানকে ৪৪ কোটি ৫ লাখ ৩০ হাজার ৩৪৪ টাকা জরিমানা করেছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- চট্টগ্রামের টিকেএম গার্মেন্টস লিমিটেড, আদিল এ্যাপারেলস, ফোকাস এ্যাপারেল, মনটেক্স এ্যাপারেলস, আজমাইন ফ্যাশন, প্রিটি এ্যাপারেলস, সার্ক গার্মেন্টস, ফ্যাশন ক্রিয়েট এ্যাপারেলস, এক্সিয়ম ফ্যাশন, ওসেন এ্যাপারেলস, টিম এ্যাপারেলস, এ অ্যান্ড বি আউটওয়্যার, টিম এ্যাপারেলস, কর্ণফুলী ইপিজেডের হংকং ডেনিম, ভেনকট, বেসটেক এবং বিডি ডিজাইন লিমিটেড।

সার্বিক বিষয়ে বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, এনবিআর ও আমরা এক সঙ্গে কাজ করতে চাই। সব সেক্টরের কিছু অসাধু লোক থাকে। এই সেক্টরে ১-২ শতাংশ ব্যবসায়ী রয়েছে, যারা এই কাজ করছে। আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। বিজিএমইএ’র পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

তিনি আরও বলেন, গার্মেন্টস পণ্য সম্পূর্ণভাবে রফতানিমুখী। সুতরাং দেশের কোন কারখানা নিয়ে নেতিবাচক খবর প্রকাশিত হলে ক্রেতারা অর্ডার বাতিল করে। দেশের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই।

উল্লেখ্য,বিজিএমইএ কর্তৃপক্ষ এসব প্রতিষ্ঠানের সদস্য বাতিল করলে বন্ড লাইসেন্স সুবিধাসহ সরকারের বেশি কিছু সুবিধা থেকে বঞ্চিত হবে।

   

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত

  • Font increase
  • Font Decrease

নরসিংদীর রায়পুরায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় যাওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রার্থী রুবেল ও তার সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার (২২ মে) বিকেলে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়কজন আহত হয়েছে।

সন্ধ্যায় আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনকে রায়পুরা তুলাতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মো. সুমন মিয়া চরসুবুদ্ধি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে ও রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন মিয়া উপজেলার পাড়াতলী ইউনিয়নে গণসংযোগ করতে যান। এসময় তার প্রতিপক্ষ প্রার্থী রুবেল ও তার সমর্থকরা হামলা করে। পরে স্থানীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর উপজেলাজুড়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করছে বলে জানান তিনি।

;

দুধ দিয়ে গোসল করলেন নবনির্বাচিত চেয়ারম্যান



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

রাজবাড়ীর বালিয়াকান্দি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জয় লাভের পর মো. এহসানুল হাকিম সাধনকে দুধ দিয়ে গোসল করালেন তার প্রতিবেশীরা।

বুধবার (২২ মে) নব-নির্বাচিত চেয়ারম্যানের বাড়িতে তার সমর্থক ও এলাকাবাসী তাকে দুধ দিয়ে গোসল করান।

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মো. এহছানুল হাকিম সাধন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি ১ হাজার ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হন।

সমর্থক মো. জাকির হোসেন বলেন, ‘বিজয়োল্লাসের বাড়তি আকর্ষণ হিসেবে চেয়ারম্যানকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করেছি।’

মো: এহসানুল হাকিম বলেন, আমার সমর্থক ও এলাকাবাসীর আবদার রক্ষার্থে দুধ দিয়ে গোসল করেছি।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর আমার প্রতিদ্বন্দ্বী এই উপজেলায় রাজতন্ত্র কায়েম করেছিলেন। আমি বিজয়ী হওয়ার পরে জনমনে যে সন্তোষ দেখা দিয়েছে, তাতে মনে হচ্ছে তারা এতো দিন জেলখানায় ছিল। এখন মনে হচ্ছে- তারা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। তার প্রমাণ সকাল থেকে আমার বাড়িতে হাজার হাজার মানুষ আসছে। জনগণ আমাকে অনেক ভালোবাসে আর তাদের ভালোবাসা ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছে।

;

মামলা প্রত্যাহারের সিদ্ধান্তে ডিপোতে কাজে ফিরলেন সিঅ্যান্ডএফ কর্মচারীরা



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
মামলা প্রত্যাহারের সিদ্ধান্তে ডিপোতে কাজে ফিরলেন সিঅ্যান্ডএফ কর্মচারীরা

মামলা প্রত্যাহারের সিদ্ধান্তে ডিপোতে কাজে ফিরলেন সিঅ্যান্ডএফ কর্মচারীরা

  • Font increase
  • Font Decrease

সিঅ্যান্ডএফ কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে তিন ডিপোতে ডাকা অনির্দিষ্ট কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। মামলা প্রত্যাহার করার দাবি মেনে নেওয়ার পর কাজে যোগ দিয়েছেন কর্মচারীরা

অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের (এসএপিএল) ডিপোতে সিঅ্যান্ডএফ কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে গত মঙ্গলবার (২১ মে) এসএপিএল, ইস্পাহানি ও ওসিএল ডিপোতে কর্মবিরতি শুরু করেন কর্মচারীরা।

এর প্রেক্ষিতে বুধবার (২২ মে) সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারের সভাপতিত্বে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। এরপর কাজে যোগ দেন সিঅ্যান্ডএফ কর্মচারীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু। তিনি বলেন, ‘সিঅ্যান্ডেএফ কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে ইউনিয়ন তিন ডিপোতে কর্মবিরতি পালন করছিল। কিন্তু ডিপোর রপ্তানি, বৈদেশিক মুদ্রা আহরণ, শিপমেন্ট ইত্যাদি বিষয় তাই আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধান করার বিষয়ে আমাদের বার্তা ছিল। কাস্টম হাউসের কমিশনারের সভাপতিত্বে বিজিএমইএ, বিকডার প্রতিনিধির উপস্থিতিতে সভা হয়। এতে তিন দিনের মধ্যে সিঅ্যান্ডএফ কর্মচারীদের বিরুদ্ধে ডিপো কর্তৃপক্ষের করা মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে। এরপর সিঅ্যান্ডএফ কর্মচারীরা কাজে যোগদানের সিদ্ধান্ত নেন।

সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মো. খায়রুল বাশার মিল্টনও একই কথা বলেন। তিনি বলেন, মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হওয়ায় আমরা কাজে যোগ দিয়েছি।

;

বরগুনায় বজ্রপাতে এক শিশুর মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বরগুনায় মায়ের সাথে ক্ষেতের ধান দেখতে গিয়ে বজ্রপাতে রিফাত (১২) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে।

বুধবার (২২ মে) বিকেল তিনটার দিকে বরগুনা পৌর শহরের সোনাখালী শীপেরখাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিফাতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রিফাত তার মা সীমা বেগমের সাথে বাড়ির পাশে নিজেদের জমিতে হারবেস্টার মেশিনে ধান কাটা দেখতে যায়। তখন আকাশে হালকা মেঘের সাথে বজ্রপাত হচ্ছিল। হঠাৎ করে মা সীমা বেগমের সামনেই বজ্রপাত রিফাতের শরীরে আঘাত করলে ঘটনাস্থলেই ছেলে রিফাত ও মা সীমা বেগম দু’জনেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় আশেপাশে থাকা লোকজন ছুটে এসে রিফাত ও মাকে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রিফাতকে মৃত্যু ঘোষণা করে এবং মা সীমা বেগম চিকিৎসাধীন রয়েছে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান বলেন, পৌরসভার ৩নং ওয়ার্ডের সোনাখালী শীপেরখাল এলাকায় রিফাত নামের এক শিশুর বজ্রপাতে মৃত্যুর বিষয়টি আমাদের জানানো হয়েছে।

;