খালেদের টর্চার সেলে যা পাওয়া গেছে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

টর্চার সেলের জব্দ করা সরঞ্জাম, ছবি: সংগৃহীত

টর্চার সেলের জব্দ করা সরঞ্জাম, ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের উল্টো দিকে ইস্টার্ন কমলাপুর টাওয়ারের ৫ তলায় যুবলীগ নেতা খালেদের টর্চার সেলের সন্ধান পায় র‌্যাব-৩ এর একটি দল।

র‌্যাব জানায়, টর্চার সেলে নির্যাতনের অনেক ধরনের সরঞ্জাম রয়েছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টর্চার সেলে এই সরঞ্জাম ব্যবহার করে নির্মম নির্যাতন চালাতো খালেদ।

বিজ্ঞাপন
টর্চার সেল থেকে ২টি ইলেকট্রিক শক মেশিন ও ইয়াবা জব্দ করা হয়

 

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই টর্চার সেলের সন্ধান পায় র‍্যাব।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ক্যাসিনোর মালিক যুবলীগ নেতা খালেদ মাহমুদ আটক

র‍্যাব সূত্রে জানা যায়, খালেদের টর্চার সেল থেকে ২টি ইলেকট্রিক শক মেশিন, ৫টি লাঠি, ২টি ল্যাপটপ, ৩টি মোবাইল, ১৯০পিস ইয়াবা, ৫টি বিয়ার ক্যান, ১.৫ কেজি সীসা খাওয়ার কয়লা, নগদ ২৩ হাজার টাকা জব্দ করে র‍্যাব।

আরও পড়ুন: যুবলীগ নেতার ক্যাসিনোতে র‌্যাবের অভিযান, আটক ১৪২

গতকাল অভিযান চলাকালীন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, খালেদের টর্চার সেলে অভিযান চলমান রয়েছে। এখানে যা দেখছি লোম শিউরে ওঠার মতো অবস্থা।

আরও পড়ুন: সন্ধান মিলেছে খালেদের টর্চার সেলের, আছে নির্যাতনের চিহ্ন

দুই মামলায় সাত দিনের রিমান্ডে খালেদ