বাংলাদেশে এখনো সুনাগরিকের অভাব রয়েছে: রেলমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মহা তাঁবু জলসা অনুষ্ঠানে রেলমন্ত্রী, ছবি: সুমন শেখ

মহা তাঁবু জলসা অনুষ্ঠানে রেলমন্ত্রী, ছবি: সুমন শেখ

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, 'আজকের দিনে বাংলাদেশে আদর্শবান, নীতিবান এবং সৎ চরিত্রের সুনাগরিকের বড়ই অভাব রয়েছে।'

সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় রেলওয়ে আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২০১৯ এর মহা তাঁবু জলসা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

রেলমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুল থেকে কলেজ পর্যন্ত স্কাউট শিক্ষা চালু করেছিলেন। সোনার বাংলাদেশ গড়তে এবং সোনার ছেলে গড়তে স্কাউট এর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।'

মহা তাঁবু জলসা অনুষ্ঠানে রেলমন্ত্রী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম
মহা তাঁবু জলসা অনুষ্ঠানে অতিথিরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

স্কাউটে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে রেলমন্ত্রী বলেন, 'স্কাউটের মাধ্যমে সুনাগরিক হওয়ার শিক্ষা তোমাদের গ্রহণ করতে হবে। দেশের একজন সুনাগরিক গঠনের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করতে পারে স্কাউটিং।'

বিজ্ঞাপন
মহা তাঁবু জলসা অনুষ্ঠানে রেলমন্ত্রী
মহা তাঁবু জলসা অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ বলেন, 'ভালো মানুষ হতে হলে স্কাউটের কোনো বিকল্প নেই। অভিভাবকরা সন্তানদের স্কাউট শিক্ষার মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। বাচ্চারা তোমরা পড়াশোনার পাশাপাশি অবসর সময় পেলে স্কাউটসে মনোযোগ দিতে পার।'

এরপর প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ ফানুস উড়িয়ে মহা তাঁবু জলসা অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে ১৪টি জেলার প্রায় ৪০০ ছেলে-মেয়ে অংশগ্রহণ করেন।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মোঃ আনোয়ারুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্টের) বাংলাদেশ স্কাউটস মো. মোফাজ্জল হোসেন, সহ বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্কাউটে অংশ নেওয়া শিক্ষার্থীরা।