তূর্ণা-নিশীথার চালকসহ গার্ডকে সাময়িক বরখাস্ত
ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে ট্রেন দুর্ঘটনাব্রাহ্মণবাড়িয়ার কসবাতে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তূর্ণা-নিশীথা এক্সপ্রেস ট্রেনের চালক (লোকো মাস্টার), সহকারী চালক (লোকো মাস্টার) ও গার্ডকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ ।
মঙ্গলবার (১২ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জল হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, তূর্ণা এক্সেপ্রেসের চালক সিগন্যাল অমান্য করে ভুল লাইনে চলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ কারণে তূর্ণা-নিশীথা এক্সপ্রেস ট্রেনের লোকো মাস্টার তাছের উদ্দিন, সহকারী লোকো মাস্টার অপু দে ও ওয়াকিং গার্ড আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রেলমন্ত্রী বলেন, লাইনে কোনো ত্রুটি ছিলো না। চালক ভুল করে অন্য লাইনে চলে যাওয়ায় দূঘটনা ঘটে।তিনজনকে বরখাস্ত করা হয়েছে। কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে ট্রাফিক ও সিগন্যাল বিভাগও দায় এড়াতে পারে না।
মঙ্গলবার ভোরে কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সাথে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক।