নিহতদের প্রত্যেক পরিবার পাবে এক লাখ টাকা: রেলমন্ত্রী

  ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে ট্রেন দুর্ঘটনা
  • ডিস্ট্রিক্ট করেস্পন্ডেন্ট, বার্তাতোয়েন্টিফোর.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনা কবলিত ট্রেন দুইটি

দুর্ঘটনা কবলিত ট্রেন দুইটি

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দিবে রেলপথ মন্ত্রণালয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় মন্ত্রী বলেন, নিহতদের পরিবারকে এ টাকা দিয়ে তাদের ক্ষতি পূরণ করা সম্ভব না।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে তূর্ণা নিশীথার লোকোমোটিভ মাস্টার ও সহকারী মাস্টারকে বরখাস্ত করা হয়েছে। এখানে উদয়নের কোনো ত্রুটি দেখছি না। তারপরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এসময় মন্ত্রীর সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।