সিলেটে বিএনপির কমিটি ঘিরে ধুম্রজাল
সিলেটের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় বিএনপির কমিটি ঘিরে ধুম্রজাল দেখা দিয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। এরপরই সিলেটের সকল উপজেলা ও পৌরসভায় বিএনপি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে এমন গুঞ্জন উঠে। তবে দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, কোনও উপজেলা বা পৌরসভায় কমিটি গঠন করা হয়নি।
বিএনপি সূত্রে জানা গেছে, উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের জন্যই শনিবার জেলা বিএনপির আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন উপজেলা ও পৌর কমিটিতে কাদের করা হবে তা নিয়ে বিএনপির নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। তাই শেষ পর্যন্ত কোন কমিটিই গঠন করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির আহবায়ক কমিটির এক সদস্য জানান, ইতোমধ্যে সকল উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি চূড়ান্ত করা হয়েছে। কিছু সমস্যা থাকায় কমিটি ঘোষণা করা হয়নি। যেকোনো সময় কমিটি ঘোষণা করা হবে।
জেলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটি সদস্য আলী আহমেদ বলেন, এখনো কোনও কমিটি ঘোষণা হয়নি। যেসব কমিটির কথা প্রচার হচ্ছে সেগুলো ভুয়া। কমিটি গঠন হলে তা অফিসিয়ালি গণমাধ্যমকে জানানো হবে।