টিসিবির বিক্রি করা পেঁয়াজ অর্ধেকই পঁচা, অভিযোগ ক্রেতাদের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

সিলেটে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি

সিলেটে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি

সিলেটে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করছে রাষ্ট্রীয় মালিকাধীন বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে টিসিবির বিক্রি করা পেঁয়াজ অর্ধেকই পঁচা বলে অভিযোগ ক্রেতাদের।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সিলেট নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটরিয়াম, কিন ব্রিজের মোড়ে, মার্কাজ পয়েন্টে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু করছে প্রতিষ্ঠানটি। এসব স্থান থেকে একজন ক্রেতা দুই কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারছেন।

বিজ্ঞাপন

সকাল ১০টা থেকে পেঁয়াজ বিক্রি শুরু হলেও সকাল ৭টা সাধারণ মানুষ এখানে এসে ভিড় করতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড়ও বাড়ছে।

টিসিবির বিক্রি করা পেঁয়াজ

নগরের রিকাবীবাজারে পেঁয়াজ কিনতে আসা শহিদ মিয়া বলেন, বাজারে পেঁয়াজের কেজি আড়াইশো। তাই ঘরে ২ দিন পেঁয়াজ নিতে পারিনি। এখানে কম দামে পেঁয়াজ বিক্রি হবে শুনে কিনতে এসেছি।

বিজ্ঞাপন

আরেক ক্রেতা শরিফ অভিযোগ করেন, টিসিবির পেঁয়াজের মান ভালো না। অর্ধেকই পঁচা।

গত শুক্রবার (১৫ নভেম্বর) সিলেট শহরতলীর বটেশ্বর বাইপাস এলাকায় র‌্যাব-৯ পরিচালিত একটি অভিযানে ৭ হাজার ২’শ কেজি পেঁয়াজ উদ্ধার করা হয়। এই পেঁয়াজগুলো প্রথমে নিলামে ওঠানোর কথা থাকলেও পরবর্তীতে টিসিবির মাধ্যমে খোলাবাজারে বিক্রি করার সিদ্ধান্ত হয়।