ওপিসিডাব্লিউ'র চেয়ারম্যান হলেন রাষ্ট্রদূত বেলাল

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ওপিসিডাব্লিউ'র চেয়ারম্যান বেলাল ছবি: সংগৃহীত

ওপিসিডাব্লিউ'র চেয়ারম্যান বেলাল ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার (ওপিসিডাব্লিউ) নির্বাহী পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

বুধবার (২৭ নভেম্বর) নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রদূত বেলাল ওপিসিডাব্লিউ'র স্থায়ী প্রতিনিধি, হেগে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচিত হয়েছেন। সম্মেলনটি নভেম্বরে (২৫-২৯ তারিখ) অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

সম্মেলনের কমিটিটি রাসায়নিকের ব্যবহার নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা এবং পরামর্শের জন্য মূল ফোরাম হিসেবে কাজ করে। কমিটি এই বিষয়গুলোর বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য প্রচেষ্টা করে এবং পরবর্তী সুপারিশ সম্মেলনে জমা দেয়।

এটি ওপিসিডব্লিউর কার্যনির্বাহী কাউন্সিল এবং কারিগরি সচিবালয়ের কার্যক্রম তদারকিও করে এবং বার্ষিক কর্মসূচি ও বাজেট অনুমোদনের জন্য, মহাপরিচালককে নিয়োগ দেওয়া, রাসায়নিকের শান্তিপূর্ণ ব্যবহারের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো ইত্যাদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে।

বিজ্ঞাপন

বাংলাদেশ বর্তমানে ওপিসিডব্লিউ এর ৪১ সদস্যের কার্যনির্বাহী পরিষদের সদস্য।