২ লাখ ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইয়াবাসহ আটককৃত মিয়ানমারের নাগরিক, ছবি: সংগৃহীত

ইয়াবাসহ আটককৃত মিয়ানমারের নাগরিক, ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে ২ লাখ পিস ইয়াবাসহ আবুল কালাম (২০) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫।

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে ২ লাখ পিস ইয়াবাসহ আবুল কালাম (২০) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে র্যাব-১৫।

বিজ্ঞাপন

রোববার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবুল কালাম মিয়ানমারের মংডু মাংগালা পাড়া এলাকার মৃত মো. ইউসুফের ছেলে।

বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদরদফতরের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রইসুল ইসলাম মনি।

বিজ্ঞাপন

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহাতাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ র‌্যাবের একটি বিশেষ দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সীমান্ত এলাকায় অভিযানে যায়। এ সময় সীমান্ত অতিক্রম করে জাদিমুরা ডাটা সেন্টার পার হয়ে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের আগে ২ লাখ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১০ কোটি টাকা।

উদ্ধার ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।