বাংলাদেশের সর্বাত্মক অগ্রগতির প্রশংসা করলেন মোদি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

হাইকমিশনার মোদিকে একটি নকশী কাঁথার ফ্রেম উপহার দেন, ছবি: সংগৃহীত

হাইকমিশনার মোদিকে একটি নকশী কাঁথার ফ্রেম উপহার দেন, ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ যে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, তার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী সোমবার (১৬ ডিসেম্বর) মোদির সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করলে মোদি এ প্রশংসা করেন।

বিজ্ঞাপন

আধা ঘণ্টার এ বৈঠকে মোদী শেখ হাসিনার প্রতি তার শ্রদ্ধা জানান। সেই সঙ্গে আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোয় তিনি ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমি অনুষ্ঠানে অংশ নেওয়ার অপেক্ষায় আছি।

বিজ্ঞাপন

বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী তার পাঁচ বছরের মেয়াদে ভারত-বাংলাদেশের সম্পর্কের সোনালী অধ্যায়ে রূপান্তরের ক্ষেত্রে যে অবদান রেখেছেন, তার জন্য তাকেও (বিদায়ী হাইকমিশনার) ধন্যবাদ জানান মোদি।

হাইকমিশনার মোদিকে একটি নকশী কাঁথার ফ্রেম উপহার দেন। যা ঐতিহ্যবাহী বাঙালি নৈপুণ্যের প্রতিনিধিত্ব করে।