নয়াদিল্লি মিশনে বিজয় দিবস উদযাপিত

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৪৯তম বিজয় দিবস উদযাপন করেছে।

হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসূচি শুরু করেন।

বিজ্ঞাপন

জাতীয় পতাকা উত্তোলনের পর রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পাঠ করা হয়।

বিজয় দিবস উপলক্ষে নয়াদিল্লি ও কলকাতা থেকে শীর্ষস্থানীয় একটি ইংরেজি দৈনিক মিলেনিয়াম পোস্ট বিজয় বিদসের তাৎপর্য, বাংলাদেশ-ভারতের উষ্ণ সম্পর্ক এবং প্রধানমন্ত্রীর সক্ষম নেতৃত্বে বাংলাদেশের অপূর্ব অর্থনৈতিক অর্জন বিষয়ে ক্রোড়পত্র প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পরিবেশিত দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি গণমাধ্যমকর্মী, কূটনীতিক ও নয়াদিল্লিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মনোমুগ্ধ করেছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানটি দিল্লিভিত্তিক সংস্থা আহাং উপস্থাপন করেছে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে চ্যান্সারি বিল্ডিং আলোকিত হয়েছিল।