ভাসমান ছিন্নমূল শীতার্তদের পাশে ‘উজ্জীবন’
রংপুরে ভাসমান ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বাস্থ্য ও সামাজিক সংগঠন ‘উজ্জীবন’।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে নগরীর কাচারি বাজার শিক্ষা অফিসের সামনে সংগঠনটি শীতবস্ত্র হিসেবে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
শীতবস্ত্র বিতরণের পূর্বে দুস্থ অসহায় দরিদ্র মানুষদেরকে শীতে আগুন পোহানোর সময় সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল পরিচালক ড. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে অগ্নিদগ্ধের ঘটনাও বাড়ছে। খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের সময় বৃদ্ধ নারী, পুরুষ ও শিশুসহ সকলকে সতর্ক থাকতে হবে। শীতে অতিরিক্ত ঠাণ্ডায় যাতে রোগে আক্রান্ত না হতে হয়, এজন্য পর্যাপ্ত গরম কাপড় ব্যবহার করতে হবে। বিশেষ করে শিশু ও বয়স্কদের দিকে খেয়াল রাখতে হবে।
এসময় উজ্জীবনের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক আব্দুস সালাম খাঁন, রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অরবিন্দ কুমার বর্মন প্রমুখ।
‘উজ্জীবন’ এবার দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।