চৌদ্দগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালকসহ দু’জন।

বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন সাইফুল ইসলাম ও তার স্ত্রী রুমি আক্তার। তাদের বাড়ি নোয়াখালীর কবিরহাটে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, রুমির ভাই হুমায়ুন কবির প্রবাস থেকে দেশে ফিরেছেন। তাকে নিয়ে রুমি ও তার স্বামী সাইফুল প্রাইভেটকারে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেনী হয়ে নোয়াখালী যাচ্ছিলেন। বুধবার সকালে গাড়িটি সুজাতপুরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এ সময় সাইফুল ও রুমিসহ গাড়িতে থাকা চারজনই আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সাইফুল ও রুমি মারা যান। পরে হুমায়ুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আর অবস্থা গুরুতর হওয়ায় চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন