জাতীয় প্যারেড গ্রাউন্ডে উৎসবের আমেজ

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় প্যারেড গ্রাউন্ডে উৎসবের আমেজ/ ছবি: সংগৃৃহীত

জাতীয় প্যারেড গ্রাউন্ডে উৎসবের আমেজ/ ছবি: সংগৃৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণ গণনা শুরু হচ্ছে আজ। এ উপলক্ষে নানা রঙে সেজেছে জাতীয় প্যারেড গ্রাউন্ড।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল সোয়া ৫টা থেকে শুরু হচ্ছে ক্ষণ গণনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনার ঘোষণা করবেন। এরপরই চালু হবে দেশের বিভিন্ন স্থানে বসানো ক্ষণগণনার ৮৩টি ঘড়ি।

বিজ্ঞাপন

চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৯ মার্চ পর্যন্ত 'মুজিব বর্ষ' ঘোষণা করেছে সরকার। বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ থেকে 'মুজিব বর্ষ' উদযাপন শুরু হলেও ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তার ক্ষণগণনা।

২৯০ দিন পাকিস্তানের কারাগারের থাকার পর, মুক্তি পেয়ে লন্ডন এবং দিল্লী হয়ে ১৯৭১ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন।

বিজ্ঞাপন

শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে আসার ঐতিহাসিক এই দিনটিতে তাঁর জন্ম শতবার্ষিকীর ক্ষণগনণাও শুরু হচ্ছে। বিকেল তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন। 

ক্ষণগনণার মুহূর্তটি সাজানো হয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী আয়োজনের মধ্য দিয়ে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি শেখ মুজিবকে বহনকারী উড়োজাহাজটি এখানেই অবতরণ করেছিল। সেজন্যই প্রতীকী একটি উড়োজাহাজ অবতরণের বিষয়টি যুক্ত করা হয়েছে। বিকাল ৪টা ৩৫মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী উড়োজাহাজ (সি-১৩০জে) অবতরণ করে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে।

৪টা ৪৫মিনিটে প্লেনটি ট্যাক্সি করে টারমাক এলাকায় পৌঁছানোর পর দরজা খোলার সঙ্গে সঙ্গে ২১বার তোপধ্বনি করা হয়। ৪টা ৫০মিনিটে প্লেনের দরজা খোলা হলে ১৫০ শিক্ষার্থীর একটি দল স্বাগত জানায়। লেজার লাইটের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিকৃতি দরজার কাছে আলোকিত করা হয় এবং আলোটি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে লাল গালিচার মাথায় এসে থেমে যায়। 

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন। সোয়া পাঁচটার দিকে আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনার উদ্বোধন ঘোষণা করবেন। পাশাপাশি মুজিব বর্ষের লোগো উন্মোচন করবেন।   

সরেজমিন ঘুরে দেখা যায়, মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠানটি দেখতে জাতীয় প্যারেড গ্রাউন্ড এলাকায় সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতা কর্মীরা পতাকা হাতে ভিড় করছেন। প্যারেড গ্রাউন্ডের প্রবেশ পথে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

ক্ষণ গণনার জন্য দেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি স্থানে এবং প্রতিটি বিভাগীয় ও জেলায় ঘড়ি বসানো হচ্ছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার ৮৩টির বেশি স্থানে ক্ষণ গণনার ঘড়ি বসানো হয়েছে।