বরিশালের শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সংর্বধনা
বরিশাল বিভাগের পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে সংর্বধনা দেওয়া হয়েছে। সংবর্ধিত জয়িতারা পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থের চেক প্রদান করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে এ সংবর্ধনা দেওয়া হয়। বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদফতর এ সংর্বধনার আয়োজন করে।
বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম ফরিদা পারভীন। এসময় মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক মো. ফখরুল কবির, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকারিয়া ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত ও সংবর্ধিত জয়িতারা হলেন- সফল জননী ক্যাটাগরিতে হালিমা খাতুন (বরগুনা), অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী বিভাগে শাহিনুর আক্তার (পটুয়াখালী), সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য নয়ন তারা (পিরোজপুর), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মনোয়ারা বেগম (বরিশাল), শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্যের জন্য হাসিনা আরা বেগম (বরিশাল)।