ঈদ সড়কে ভোগান্তির আশঙ্কা খোদ সড়কমন্ত্রীর

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: এবারের ঈদ যাত্রায় সড়কে টানা বৃষ্টির কারণে ভোগান্তির আশঙ্কা করছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এমনকি দুর্ঘটনা নিয়েও ভয় রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেল ৩টায় এলেনবাড়ি বিআরটিএ কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে বিফ্রিং এ আশঙ্কা প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রায় সবচেয়ে চ্যালেঞ্জিং হবে সড়ক ও জনপথ অধিদপ্তরের।

কাদের সড়ক সংশ্লিষ্ট প্রকৌশলীদের রাস্তা ঠিক রাখতে নির্দেশ দিয়ে বলেন, রাস্তা ঠিক রাখতে হবে। বৃষ্টি হচ্ছে, যে কারণে রাস্তার পিচে উঠে যাচ্ছে। বৃষ্টি প্রকট হলে বা বন্যা হলে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আমাদেরকে ধরেই রাখতে হবে বৃষ্টি হবে এবং রাস্তা খারাপ হবে। তখন তাৎক্ষণিকভাবে রাস্তা মেরামতের ব্যবস্থা করতে হবে।

রং সাইডে গাড়ির ব্যাপারে কারও সঙ্গে আপোষ না করতে বিফ্রিংয়ে উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।

একই সঙ্গে ব্যাটারিচালিত কোন যান যেন হাইওয়েতে না উঠে তার ব্যাপারে কঠোর থাকতে বলেন ওবায়দুল কাদের।