হাতিরঝিলের শিপন হত্যাকাণ্ডে গ্রেফতার ৩
রাজধানীর হাতিরঝিল এলাকায় শিপনকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হাতিরঝিলের বেগুনবাড়ি সেতু এলাকায় শিপনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। পরে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুসহ ৩ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উল্লেখ্য, রোববার রাকিব হাসান শিপন (১৮) ও আব্দুর রহমান মানিক (১৬) নামের দুই কিশোর হাতিরঝিলে ঘুরতে যায়। এক পর্যায়ে হাতিরঝিলের বেগুনবাড়ি সেতু এলাকায় দুই মোটরসাইকেলে কয়েকজন যুবক আসে। এসময় তাদের গতিরোধ করে। এক পর্যায়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।