লাইসেন্সবিহীন হারবাল ওষুধ তৈরি, যুবকের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

লাইসেন্সবিহীন হারবাল ওষুধ তৈরির অপরাধে যুবকের কারাদণ্ড

লাইসেন্সবিহীন হারবাল ওষুধ তৈরির অপরাধে যুবকের কারাদণ্ড

খুলনায় লাইসেন্স ছাড়াই অবৈধভাবে হারবাল ঔষধ তৈরির অপরাধে শাহ আলম (৩৫) নামে এক যুবকের সাত দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম‌্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে খুলনার সোনাডাঙ্গার একটি বাড়িতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শাহ আলম পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পাশা এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে শাহ আলম অবৈধ হারবাল ওষুধ তৈরি করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ ওষুধ তৈরির সত‌্যতা পাওয়া গেছে। এসব হারবাল ওষুধ ব্যবহারে মানবদেহে বিভিন্ন জটিল ও কঠিন রোগের কারণ হতে পারে। এজন্য তাকে সাত দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম এবং তকী ফয়সাল তালুকদার। এছাড়া নগর গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান খানের নেতৃত্বে একটি টিম এ সময় উপস্থিত ছিল।

বিজ্ঞাপন