ঝুটপট্টির ভবনগুলোতে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না
রাজধানীর ঝুটপট্টির গোডাউনের আগুন ছড়িয়ে পড়া তিন ভবনে অগ্নিনির্বাপক কোনো ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইনেন্স) লে. কর্নেল জিল্লুর রহমান।
শনিবার (১৪ মার্চ) বিকেলে ঝুটপট্টির পাশে সংবাদ সম্মেলনে লে. কর্নেল জিল্লুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ঝুটপট্টিতে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তিন ভবনে ছড়িয়ে পড়ে। এই স্পটে ফায়ার সার্ভিসের ঢোকার কোনো জায়গা ছিল না। ভেতরে কোনো অগ্নিনির্বাপকও ছিল না। এ ঘটনায় ভেতরে ৮ জন আটকা পড়েছিল। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করেছে। তবে ঝুটপট্টির একজন আগুনে আহত হয়। ভবনে প্রবেশ করার মতো পর্যাপ্ত স্পেস ছিল না। ঝুট থাকায় আগুন নেভানো একটু কষ্টসাধ্য ছিল।
তিনি বলেন, ঝুটপট্টির সামনেই রয়েছে খান গার্মেন্টসের ছয়তলা ভবন। এর পাশে রয়েছে দোতলা ভবনে ঝুটের গোডাউন। ভবনগুলোতে এককভাবে ঢোকার পথ ছিল না। খান গার্মেন্টসের নিচ থেকে চারতলা পর্যন্ত আগুন ছিল। কোনোটিতে তাদের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১৪টি ইউনিট, পুলিশ, ওয়াসা, র্যাব, আনসার ও রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করেছে বলে জানান জিল্লুর রহমান।