চসিকে ১৫ হাজার নির্বাচন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, চট্টগ্রাম থেকে
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের মধ্যেও স্থগিতের সম্ভাবনা নেই চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের । যদিও কয়েক দফায় সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়া গুঞ্জন উড়িয়ে দিয়ে চসিক নির্বাচনের দায়িত্ব পাওয়া প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হচ্ছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

আগামী শুক্রবার (২০ মার্চ) থেকে ৯ ভেন্যুতে এ প্রশিক্ষণ শুরু হয়ে চলবে ২৫ মার্চ পর্যন্ত। এরই মধ্যে অফিসারদের তালিকা তৈরির কাজ প্রায় সম্পন্ন হয়েছে। ৯ ভেন্যুতে প্রশিক্ষণ নেবে প্রায় ১৫ হাজার কর্মকর্তা।

বিজ্ঞাপন

ভেন্যুগুলো হলো, কুলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, রহমানিয়া উচ্চ বিদ্যালয়, সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পাহাড়তলী বালিকা বিদ্যালয়, ডা. খাস্তগীর স্কুল অ্যান্ড কলেজ, শাহ ওয়ালিউল্লাহ স্কুল, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়, আগ্রাবাদ সরকারি কলোনি স্কুল (বালিকা শাখা)।

১৫ হাজার কর্মকর্তার মধ্যে, ৭৩৫ জন প্রিজাইডিং অফিসার, ৪ হাজার ৮৮৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৯ হাজার ৭৭২ জন পোলিং অফিসার রয়েছেন।

বিজ্ঞাপন

চসিক নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমদ বার্তা২৪.কম-কে বলেন, এখন পর্যন্ত নির্বাচন স্থগিতের কোনো নির্দেশনা আসেনি। তবে প্রার্থীদের জনসমাগম এড়িয়ে প্রচারণা চালানোর নির্দেশনা এসেছে। সব মিলিয়ে আমরা প্রস্তুতি অব্যাহত রেখেছি।

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চসিক নির্বাচনে ৬ মেয়র প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর পদে ১৬১ প্রার্থী এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭৩৫টি কেন্দ্রের মাধ্যমে ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ জন পুরুষ এবং ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন নারী ভোটার রয়েছেন।