চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ৪০ মিনিট পর স্বাভাবিক
চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস এর ইঞ্জিন বিকল হওয়ায় ওই রুটে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে এসে কুমিল্লার আলিশহর এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ৪০ মিনিট পর ট্রেন চলাচল আবারো স্বাভাবিক হয়।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে বলে জানা যায় চট্টগ্রামের পাহাড়তলী রেলের কন্ট্রোল রুম থেকে।
চট্টগ্রামের পাহাড়তলী রেল কন্ট্রোল রুম সূত্রে আরো জানা যায়, 'সকাল সাড়ে ১১টার দিকে আলিশহর এলাকায় ট্রেনের ইঞ্জিনটি ফেল করে। পরে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকার পরে ১২.০৮ মিনিট নাগাদ আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরো জানা যায়, 'ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উক্ত ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনাই ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।'