সীতাকুণ্ডে উড়ে এসে পড়ল ৪৯ কেজি ওজনের ধাতব বস্তু!

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উড়ে এসে পড়া ধাতব বস্তু

উড়ে এসে পড়া ধাতব বস্তু

চট্টগ্রামের সীতাকুণ্ডে আকাশ থেকে উড়ে এসে মাটিতে পড়ল ৪৯.২ কেজি ওজনের একটি ধাতব বস্তু। এতে ১০ থেকে ১৫ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। পুলিশের পাশাপাশি বোমা ডিসপোজাল ইউনিটও এই ধাতব বস্তুর বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি।

রোববার (২২ মার্চ) রাতে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন মোল্লা বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এটা নিরেট লোহার মতো বস্তু, উচ্চতা আনুমানিক তিন ফুট। ওজন ৪৯.২ কেজি। উদ্ধারকৃত ধাতব বস্তুটিতে লাল এবং সাদা রঙের প্রলেপ রয়েছে। আসলে বস্তুটি কোথা থেকে এসে পড়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না।’

বোমা ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ধাতব বস্তুটি উদ্ধার করে

তিনি আরও বলেন, ‘শনিবার দুপুর ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্বহাসনাবাদ গ্রামের মিত্র বাড়ির পাশেই ধাতব বস্তুটি এসে পড়ে। মাটির নিচে প্রায় ১০ থেকে ১৫ ফুট গর্ত তৈরি হয়। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে আমরা ঘটনাস্থলে যাই। পরবর্তীতে বোমা ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেররিজম ইউনিটের টিম আসে। তারা মাটির নিচ থেকে ধাতব বস্তুটি উদ্ধার করে আমাদের বুঝিয়ে দেয়। এখন সিআইডির টিম দিয়ে এটি পরীক্ষা করা হবে।’

বিজ্ঞাপন