রংপুরে কর্মহীন মানুষদের পাশে যুব সংহতি

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুরে কর্মহীন মানুষদের পাশে যুব সংহতি

রংপুরে কর্মহীন মানুষদের পাশে যুব সংহতি

করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় রংপুরেও বন্ধ করেছে ব্যবসা প্রতিষ্ঠানসহ হোটেল রেস্তোরাঁ। এই অবস্থায় রংপুর নগরীতে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর ও শ্রমজীবী মানুষেরা।

খেটে খাওয়া এসব মানুষ এখন অসহায় দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে রংপুর মহানগর জাতীয় যুব সংহতি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নগরীর শালবন মিস্ত্রিপাড়া এলাকায় চাল, ডাল ও সাবান বিতরণ করেছে সংগঠনটি।

দুই শতাধিকের অধিক অসহায়, দুঃস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে ১০ কেজি করে চাল, সাথে ডাল ও সাবান দেয় যুব সংহতির নেতারা। পর্যায়ক্রমে নগরীর প্রত্যেকটি ওয়ার্ডের দিনমজুর ও শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হবে জানান যুব সংহতির মহানগর সভাপতি শাহিন হোসেন জাকির। 

বিজ্ঞাপন

এসময় মহানগর জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক শান্তি কাদেরী, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন, ২৫নং ওয়ার্ড সভাপতি আফজার হোসেন, সাধারণ সম্পাদক রনি আহম্মেদ, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রহমান আলী প্রমুখ।