রংপুরে করোনা সচেতনতায় ছাত্রদল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

সড়কে যানবাহনের জীবাণুনাশক ছিটাচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা, ছবি: বার্তা২৪.কম

সড়কে যানবাহনের জীবাণুনাশক ছিটাচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা, ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস সংক্রমণ রোধে রংপুরে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে জেলা ছাত্রদল। জীবাণুনাশক ওষুধ ছিটানোসহ সঙ্গরোধে সাধারণ মানুষদের সচেতন করছে বিএনপির এ অঙ্গ সংগঠনটি।

রোববার (২৯ মার্চ) দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে এই কার্যক্রম শুরু করেন নেতাকর্মীরা। এ সময় বিএনপি গলির আশপাশের বাড়ি ও দোকানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।

বিজ্ঞাপন

পরে দলীয় কার্যালয়ের বাইরের প্রধান সড়কে ছালেক মার্কেট মোড় থেকে পায়রা চত্বর পর্যন্ত রাস্তায় বের হওয়া লোকদের করোনার সংক্রমণ রোধে ঘরে থাকার পরামর্শ দেন। সড়কের দুই পাশের দোকানপাট ও চলাচলরত যানবাহনে জীবাণুনাশক ওষুধ ছিটানোর পাশাপাশি লিফলেট বিলি করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

করোনা রোধে মানুষকে সচেতন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা

এতে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের রংপুর বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন, রংপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এ্যপোলো চৌধুরী, কাউনিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কোয়েল প্রমুখ।

বিজ্ঞাপন