কুষ্টিয়ায় ফুডপান্ডাকে জরিমানা
কুষ্টিয়ায় ই-কমার্স প্রতিষ্ঠান ফুডপান্ডাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) রাতে শহরের ছয় রাস্তা মোড়ে মিনি চাইনিজে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করে।
অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।
তিনি জানান, সরকারি আদেশ অমান্য করে শহরের ছয় রাস্তা মোড়ে একটি ভ্রাম্যমাণ মিনি চাইনিজ খোলা রেখে খাবার তৈরি ও ফুডপান্ডার মাধ্যমে সরবরাহ করছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।
অভিযানে গিয়ে আমরা দেখতে পায়, সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিলো। রং, কেমিক্যাল, পোড়া তেল দিয়ে খাদ্যসামগ্রী তৈরি করছিলো। এবং সেগুলো কুষ্টিয়া শহরের বিভিন্নস্থানে সরবরাহ করার কথা ছিলো।
পরে এসব অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফুডপান্ডা প্রতিষ্ঠানের একজনকে ৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।
এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।