কোম্পানীগঞ্জে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।

কৃষি পুনর্বাসন/২০১৯-২০ খরিফ-১/২০২০-২০২১ মৌসুমে উফশী আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে প্রত্যেক কৃষককে ডিএপি ২০ কেজি, এমওপি সার ১০ কেজি ও ৫ কেজি উফশী আউশ ধানের বীজসহ ১১শ ৫০ জন কৃষকের মাঝে প্রণোদনা দেয়ার কার্যক্রম চালু হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো জোবায়ের হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএনএম সেলিম উদ্দিন প্রমুখ।