ব্যবহৃত মাস্ক-পিপিই ধুয়ে বিক্রি, ব্যবসায়ীকে ২ বছরের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছবি: বার্তা২৪.কম

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছবি: বার্তা২৪.কম

বিভিন্ন হাসপাতাল ও অন্যান্য স্থান থেকে ব্যবহৃত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ও মাস্ক সংগ্রহ করে ধুয়ে বিক্রি করার অপরাধে মনির হোসেন নামের এক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাত পর্যন্ত রাজধানীর ভাটারা থানার পাশে একটি বাড়িতে এই অভিযান চালায় র‍্যাব। নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলম বলেন, ব্যবহৃত মাস্ক, পিপিই, হ্যান্ডগ্লাভস বিভিন্ন হাসপাতাল ও অন্যান্য স্থান থেকে সংগ্রহ ও ধৌত করে পুনরায় বাজারজাত করছে। রাজধানীর ভাটারা থানাধীন পাশেরটেক বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মো: মনির হোসেন নামের একজনকে আটক করে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।