তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কাজ করবেন সাদ এরশাদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে সাদ এরশাদ।

তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে সাদ এরশাদ।

পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করার আশ্বাস দিয়েছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ।

বুধবার (১৩ মে) বিকেলে রংপুর নগরীর দর্শনা পল্লীনিবাস বাসভবনে তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের সময় এ আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

রংপুর নগরীর বিভিন্ন এলাকার প্রায় শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে চাল, ডাল, তেল ও চিড়াসহ বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় তৃতীয় লিঙ্গের মানুষরা সাদ এরশাদকে কাছে পেয়ে তাদের কষ্টের কথা তুলে ধরেন। প্রায় ঘণ্টাখানেক তাদের কথা শোনেন সাদ এরশাদ।

বিজ্ঞাপন

পরে সাদ এরশাদ বলেন, সমাজে এখনো তৃতীয় লিঙ্গের মানুষরা নানাভাবে অবহেলিত। অথচ তারা এই সমাজের অংশ। তাদেরকে ভালোভাবে বেঁচে থাকার সুযোগ করে দিতে হবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

রংপুর-৩ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, তৃতীয় লিঙ্গের মানুষরা বিভিন্ন পেশায় দক্ষতা অর্জন করতে সক্ষম হলেও তাদের তেমনভাবে মূল্যায়ন করা হয় না। প্রাতিষ্ঠানিকভাবে কাজের ক্ষেত্র তৈরি না হওয়ায় তাদেরকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। আমি সংসদ সদস্য হিসেবে অবহেলিত এই সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করতে কাজ করব।

খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে করোনা দুর্যোগকালে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অবহেলিত এই জনগোষ্ঠী।

চলমান করোনা পরিস্থিতিতে তৃতীয় দফায় রংপুর-৩ আসনের ১০ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন সাদ এরশাদ।