ঘূর্ণিঝড় আম্পান নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

  ঘূর্ণিঝড় আম্পান
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান নিয়ে গুজবে বিভ্রান্তি না হওয়া আহ্বান জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানানো হয়।

পোস্টটিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ফেসবুক পেজের সাথে যুক্ত নাগরিকদের উদ্দেশ্যে জানাচ্ছি যে, অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান নিয়ে কারো বিভ্রান্তিকর গুজবে কান দিবেন না। কিছু বেনামি পেজ আবহাওয়ার নাম দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা একজন সুনাগরিকের কাছ থেকে কাঙ্ক্ষিত নয়।

বিজ্ঞাপন

সেখানে আরো বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিয়মিতভাবে আবহাওয়ার সর্বশেষ বুলেটিন প্রচার করে যাচ্ছে। আপনারা বাংলাদেশ আবহাওয়া দফতরের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজ কিংবা জরুরী সার্ভিস ১০৯০তে ডায়াল করে আবহাওয়ার সর্বশেষ তথ্য পেতে পারেন।