ঘূর্ণিঝড় আম্পান: নৌপরিবহন মন্ত্রণালয় কন্ট্রোল রুম খুলেছে
ঘূর্ণিঝড় আম্পানঘূর্ণিঝড় 'আম্পান' এর প্রস্তুতি স্বরূপ নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হলো-৯৫৪৬০৭২।
বুধবার (২০ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রয়োজনীয় যোগাযোগের জন্য কন্ট্রোল রুমের টেলিফোন নম্বরে আজ বুধবার (২০ মে) সকাল ৮টা থেকে ২২মে রাত ১০টা পর্যন্ত কন্ট্রোল রুম খোলা থাকবে।'
উল্লেখ্য, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আম্পান’ বাংলাদেশ উপকূলের আরো কাছে এসেছে। উপকূল হতে ৩৪৫ কিলোমিটার (সকাল ১১টার তথ্য) দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি।
খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বুধবার (২০ মে) বিকেল অথবা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে ঝড়টি। এ সময় দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ থেকে ১৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।