শিবগঞ্জে জেএমবি'র ৬ সক্রিয় সদস্য আটক
গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিভিন্ন স্থানে র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদীন বাংলাদেশ জেএমবি'র ৬ সক্রিয় সদস্যকে আটক করেছে ।
আটককৃতরা হলেন, মো. সাকিরুল ইসলাম ওরফে সাকিরুল, মো. তরিকুল ইসলাম, মো. সেনারুল ইসলাম ওরফে লাল মিঞা, মো. বাবুল আক্তার ওরফে বাবুল, মো. ইকরামুল হক ওরফে ইশরা ও মো. আশরাফুল ইসলাম। তাদের প্রত্যেকেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের চাকলা গ্রামে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহী ক্যাম্পের একটি দল রোববার (৩১ মে) দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে পলাতক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদীন বাংলাদেশ এর সক্রিয় ৬ সদস্যকে আটক করে।
পরে শিবগঞ্জ থানায় মামলা দায়েরে করে সোমবার (১ জুন) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।