বরিশালে ৩০২ অভিযানে ৪৪ লাখ টাকা জরিমানা
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রায় তিনমাস সময়ে বরিশালে ৩০২টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৪ লাখ ৩৪ হাজার ৪৫০ টাকার জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সোয়া সাতটার দিকে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে প্রকাশিত এক খবর বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, গত ১০ মার্চ থেকে শুরু করে ৪ জুন পর্যন্ত বরিশাল জেলায় হোমকোয়ারেন্টাইন নিশ্চিত, নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণ ও মাস্ক, স্যানিটাইজার মূল্য নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি মানার লক্ষে এসব অভিযান পরিচালনা করা হয়। ৩০২টি অভিযানে ৪৭১ জন ব্যক্তি ও ৬৬১টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে ওই টাকা আদায় করা হয়।
বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বার্তা২৪.কমকে বলেন, অভিযানের আওতায় ৪৯ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ১২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।