ঢাকা ফাঁকা!

  • সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকা: রাজধানীর মূল সড়কে যেখানে ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত, এখন সেসব সড়ক অনেকটা ফাঁকা। ঘণ্টায় ৭ কিলোমিটারে নেমে আসা গাড়ির গতি এখন রাজধানীর ভেতরে কিছুটা বেড়েছে।

মঙ্গলবার (২১ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল কম দেখা গেছে। নগরীর পরিবহন কোম্পানিগুলো আগের মতো রাস্তায় গাড়ি ছাড়েনি। এ কারণে গণপরিবহন সংকট ছিল বিভিন্ন সড়কে। বিমানবন্দর সড়ক, তেজগাঁ সড়ক, মিরপুর সড়কে আগের মত বাস চলাচল নেই।

বিজ্ঞাপন

তবে গাবতলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ি, কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঘিরে কিছুটা জট তৈরি হচ্ছে। 

সকালে বিমানবন্দর সড়ক, কুড়িল, বাড্ডা ও নতুন বাজার সড়ক ঘুরে গণপরিবহনের তেমন দেখা পাওয়া যায়নি। নতুন বাজার সড়কের বিভিন্ন মোড়ে যাত্রীদের অপেক্ষমাণ চিত্র দেখা গেছে। এসব সড়কে নিয়মিত যেসব সিটিং সার্ভিস ও অন্যান্য বাস চলাচল করতো এখন সেসব দেখা যাচ্ছে না।

এদিকে ঢাকার বিভিন্ন টার্মিনাল ছাড়তে বেশ গলদঘর্ম অবস্থায় পড়তে হচ্ছে। পশুবাহী গাড়ির চাপে গাবতলীতে বাস বের হতে বেগ পেতে হচ্ছে। নগরীর গেটওয়ে গুলো ছাড়তে গিয়ে বড় ধরণের যানজটে পড়তে হচ্ছে যানবাহনগুলোকে। এতে বাড়ি ফিরতে বিলম্বে পড়ছেন যাত্রীরা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/21/1534852400946.jpg

রাজধানীর বিভিন্ন ব্যাংক ও বেসরকারি অফিসে ঈদের ছুটি শুরু হওয়ায় এক সঙ্গে কয়েক লাখ মানুষ এখন পুরোপুরি বাড়িমুখী।

দুপুরে শাহবাগ মোড়ে দেখা গেছে কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছেন। বাস না পেয়ে অনেকে হেঁটে চলছেন গন্তব্যে। সিএনজি অটোরিক্সা বা রাইড শেয়ারিং অ্যাপে গাড়ি খুঁজছেন অনেকে-এমন অবস্থা দেখা গেছে।

মুনতাসির নামে একজন ব্যাংক কর্মকর্তা জানান, বিকেলের বাসে ঢাকা ছাড়বেন তিনি। কিন্তু বিকেলের আগে বাসায় পৌঁছতে পারবেন কি না অশ্চিয়তা তৈরি হয়েছে। শাহবাগ থেকে বেশ কয়েকবার চেষ্টা করেও রাইড শেয়ারিং অ্যাপের গাড়ি খুঁজে পাচ্ছেন না তিনি।