রাজবাড়ীতে ধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আল মামুন (১৮) ও মো. বিপুল (১৮) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আল আল আমিন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের করম আলী ফকিরের ছেলে এবং বিপুল একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

শনিবার (১৩ জুন) দুপুরে গোয়ালন্দ মোড় হতে সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

রাজবাড়ীর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, সদরের রামকান্তপুর গ্রামে অষ্টম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে ধর্ষণ করে ওই দুই যুবক। পরে ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা।

বৃহম্পতিবার ওই ছাত্রীর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। তারই প্রেক্ষিতে মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ধর্ষণের সময় ধারণ করা ভিডিও উদ্ধার এবং বাকি ছয় আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।