করোনায় আক্রান্ত হয়েও অস্ত্র উদ্ধারে যাওয়ায় সোনাইমুড়ীর ওসি প্রত্যাহার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ওসি আবদুস সামাদ, ছবি: সংগৃহীত

ওসি আবদুস সামাদ, ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হওয়ার দ্বিতীয় দিনের মাথায় আইসোলেশন ভেঙে আসামি নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে যাওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে তার স্থলে মুহাম্মদ গিয়াস উদ্দিন ওই থানার ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

জানা যায়, বুধবার (১৭ জুন) মাদরাসাছাত্র আবুল বাশার ওরফে সাইমন হত্যা মামলার প্রধান আসামি মীর হোসেনকে ঢাকার কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকা থেকে গ্রেফতার করে সোনাইমুড়ী থানা পুলিশ। পরে ওসি আবদুস সামাদ আইসোলেশন থেকে বের হয়ে ওই আসামিকে নিয়ে অস্ত্র উদ্ধারে যান। এ সময় ওসির সঙ্গে কয়েকজন পুলিশ সদস্য ছিলেন। অভিযানে সাইমন হত্যায় ব্যবহৃত একটি টিপ ছুরি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উঠে এলে ওসিকে জেলা কোভিড -১৯ হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, ওসি আব্দুস সামাদ করোনার উপসর্গ নিয়ে ৯ জুন উপজেলা স্বাস্থ্য কমপেক্সে গিয়ে পরীক্ষার জন্য নমুনা দেন। পরে ১৫ জুন তার করোনা পজেটিভ রিপোর্ট এলে থানা ভবনের নিজ কক্ষে আইসোলেশনে চলে যান তিনি।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. আলমঙ্গীর হোসেন জানান, ওসি করোনায় আক্রান্ত হয়েও আইসোলেশনে না থেকে আসামি নিয়ে অভিযানে গিয়ে অন্যায় করেছেন এবং অন্যদের ঝুঁকিতে ফেলেছেন। তাই তাকে প্রত্যাহার করে নোয়াখালী কোভিড হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে। আর নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মুহাম্মদ গিয়াস উদ্দিনকে।