নারায়ণগঞ্জে করোনায় মোট ১০০ জনের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনার ক্লাস্টার জেলা নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শতক পূর্ণ করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জন আক্রান্ত ও ১ জনের মৃত্যুতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৯০ জন ও মৃত ১শ জন।

শুক্রবার (১৯ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন ডাঃ ইমতিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। মৃতের তালিকায় তালিকায় শততম নামটি যুক্ত হয়েছে মোক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তির। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের হাজীগঞ্জ এলাকার বাসিন্দা। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হয়নি। ফলে মোট সুস্থের সংখ্যা অপরিবর্তিত ১ হাজার ৯৮৬ জন রয়েছে।

বিজ্ঞাপন

গত মার্চ মাসের ৩০ তারিখে বন্দরের এক নারীর মৃত্যু থেকে সারাদেশে করোনায় মৃতের সংখ্যার গণনা শুরু হয়। এরপর টানা ৮০ দিনে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা একশ পূর্ণ হয়। শুধুমাত্র জুন মাসেই শুরু থেকে ১৮ জুন পর্যন্ত জেলা জুড়ে মারা গেছেন ২০ জন।

সূত্র মতে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ৫৮ জন। এছাড়া সদর উপজেলায় ২১ জন, বন্দর উপজেলায় ৩ জন। আড়াইহাজারে ৩ জন, সোনারগাঁয়ে ১৩ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ২ জন।