করোনায় মৃত্যুবরণকারীদের স্মরণে ত্রিশালে মিলাদ ও দোয়া

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুবরণকারী সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন কামরানসহ সকলের রূহের মাগফেরাত কামনা করে ময়মনসিংহের ত্রিশালে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে ত্রিশাল পৌর শহরের মাদানী সিএনজি পাম্পে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন, জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শোভা মিয়া আকন্দ প্রমুখ।