সন্ধ্যার পর দোকান খোলা: ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

সন্ধ্যার পর দোকান খোলা রাখায় ১১ প্রতিষ্ঠানকে জরিমানা, ছবি: বার্তা২৪.কম

সন্ধ্যার পর দোকান খোলা রাখায় ১১ প্রতিষ্ঠানকে জরিমানা, ছবি: বার্তা২৪.কম

সরকারি নির্দেশনা না মেনে সন্ধ্যার পরও দোকান খোলা রাখার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে ১১টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জুন) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খান।

তিনি জানান, সরকারি আদেশ অমান্য করে কুমারখালী উপজেলার কাজিপাড়া, পদ্মপুকুর মোড়, হলবাজার, স্টেশন বাজার, হলবাজার এলাকায় সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে এবং সরকারি স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মূল আইন-২০১৮ অনুযায়ী ১১টি প্রতিষ্ঠানে মোট সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। এ সময় তিনি এলাকাবাসী ও পথচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

বিজ্ঞাপন