আশুগঞ্জে খাল দখলকারীর ছয় মাসের জেল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

খালে অবৈধ স্থাপনার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়

খালে অবৈধ স্থাপনার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারি খালে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করার দায়ে আনিসুজ্জামান (৪০) নামে এক ব্যক্তির ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলা সদর ইউনিয়নের খারাসার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আনিসুজ্জামান খারাসার গ্রামের কবির সরকারের ছেলে।

বিজ্ঞাপন

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ উপস্থিত ছিলেন।

নাজিমুল হায়দার জানান, সরকারি খালের ওপর অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের দায়ে সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষীয় ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) আদেশ, ১৯৭০ মোতাবেক আনিসুজ্জামানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকারি জায়গা অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।