প্রচেষ্টা শান্তি সংঘের ১০ টাকার বাজার

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অসহায়দের ১০ টাকায় বাজার বিতরণ করা হয়

অসহায়দের ১০ টাকায় বাজার বিতরণ করা হয়

করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায়দের মাঝে ১০ টাকায় বাজার বিতরণ করেছে প্রচেষ্টা শান্তি সংঘ সংগঠন।

শুক্রবার (২৬ জুন) কেরানীগঞ্জের ঘাটারচর ওলামানগর ন্যাশনাল উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে ১০০ অসহায় পরিবারের মাঝে বাজার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

১০ টাকার বাজারে দেওয়া হয়- ডিম দুটি, নুডলস ১ প্যাকেট, আটা ১ কেজি, চাল ১ কেজি, মিষ্টি কুমড়া ১ পিস, ঢেঁড়স আধা কেজি, পুই শাক ১ আটি, শাপলা ১ আটি, দুটি লেবু, বিস্কুট ১ পেকেট।

সমাজের যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানায় শান্তির প্রচেষ্টা সংঘ।