পটুয়াখালীতে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
পটুয়াখালীতে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী মো. রিপন শরিফকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল।
রোববার (২৮ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর দুমকি থানাধীন লেবুখালী ২নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৮। এ সময় আটক আসামির ঘর তল্লাশি করে ২টি ওয়ানশুটারগান ১০ রাউন্ড গুলি ও ৫৩ পিস ইয়াবা জব্দ করা হয়।
হত্যা, ধর্ষণ, অস্ত্র ও চাঁদাবাজি মামলার সন্ত্রাসী রিপন মকবুল শরিফের ছেলে। সন্ত্রাসী মো. রিপন শরিফের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে। পরবর্তীতে আটক শীর্ষ সন্ত্রাসী মো. রিপন শরিফকে পটুয়াখালী দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।