বুড়িগঙ্গায় লঞ্চডুবি: উদ্ধারকারী জাহাজ সেতু ভেঙে নিজেই বিপদে
সদরঘাটে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে যাওয়ার সময় উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটিতে ফাটল তৈরি হয় বলে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জানিয়েছে।
এক ঘটনায় উদ্ধারকারী জাহাজ নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষায় নদীর পানি বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
যার ফলে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে উদ্ধারকারী জাহাজটি। আর সেখান থেকেই ফিরে যাওয়ার চেষ্টা করছে।
এদিকে প্রত্যয় ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় অন্য পদ্ধতি অনুসরণ করে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করতে নারায়ণগঞ্জ থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে যাচ্ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ। এ সময় সেই জাহাজের ধাক্কায় সেতুতে ফাটল দেখা দেয়।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ‘উদ্ধারকারী জাহাজের মাস্টার দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছতে চাইছিলেন। তার ভুলে সেতুতে আঘাত লাগতে পারে।’
অন্যদিকে সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সেতুর একটি জায়গায় ফাটল দেখা দেওয়ায় যানবাহন চলাচল স্থগিত করেছি।
সোমবার (২৯ জুন) সকাল নয়টার দিকে ময়ুর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। কেরানীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে মেরামত শেষে ময়ূর-২ নদীতে নামানোর সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এই দুর্ঘটনায় ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: বুড়িগঙ্গায় লঞ্চডুবি, শিশুসহ ৩১ জনের মরদেহ উদ্ধার
সাদা প্যাকেটে মোড়ানো স্বজনের মরদেহ, শোকে স্তব্ধ সদরঘাট
স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে মরদেহ
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ঘাতক লঞ্চের মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা