মহেশখালীতে দু’পক্ষের মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ৭

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোমে দুই পক্ষের গোলাগুলিতে অন্তত ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় ইউপি সদস্য নবীর হোসেন ও জাহাঙ্গীর পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষই গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৭জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন বার্তা২৪.কমকে জানান, দুই পক্ষের গোলাগুলিতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

তবে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বার্তা২৪.কমকে এ বিষয়ে অবগত নন বলে জানান।